প্রতিবেদন : আর পাঁচদিন পরে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু এবার প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম আমূল বদলে গেল দ্বীপরাষ্ট্রে। আর আমজনতার সমর্থনে নয়, বরং দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন পার্লামেন্ট সদস্যদের ভোটের মাধ্যমে।
শুক্রবার স্পিকার মাহিন্দ্রা আবেয়াবর্ধনে জানিয়েছেন, বর্তমানে পার্লামেন্টের সদস্য সংখ্যা ২২৫। সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের ভিত্তিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এই মুহূর্তে প্রেসিডেন্টের পদে লড়াইয়ে রয়েছেন মূলত তিনজন। তাঁরা হলেন সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী তথা কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে, পার্লামেন্টের বিরোধী দলনেতা সাজিথ প্রেমাদাসা এবং দেশের প্রবীণ সাংবাদিক পার্লামেন্টের সদস্য ডলাস অলহাপেরুমনা।
আরও পড়ুন-টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, মৃতের সংখ্যা বেড়ে ৯৯
এতদিন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতেন সে দেশের প্রতিটি সাধারণ নাগরিক। কিন্তু এই মুহূর্তে মাত্র দিন চারেকের মধ্যে সেই নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। সে কারণেই পার্লামেন্টের সদস্যদের ভোটের ভিত্তিতে এবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে সর্বদলীয় বৈঠকে। বর্তমানে শ্রীলঙ্কার ২২৫ সদস্যের পার্লামেন্টে রাজাপক্ষের দল এসএলপিপি-র সদস্য সংখ্যা ১০০। অন্যদিকে প্রধান বিরোধী দল এসজেবির সদস্য সংখ্যা ৫৪। বৃহত্তম তামিল দল টিএনএ-র ১০ জন সদস্য রয়েছেন। এই ১০ জন সমর্থন করছেন সাজিথকে। স্বাভাবিকভাবেই দেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নির্ভর করছে বিভিন্ন ছোট দল ও নির্দল সদস্যদের সমর্থনে উপর। কারণ তাদের সদস্য সংখ্যা প্রায় ৬০ জন।
আরও পড়ুন-উদ্ধবকে সবক শেখাতে রাজের দ্বারস্থ বিজেপি
এরই মধ্যে শুক্রবার সুপ্রিম কোর্ট দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর ভাই তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষের বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্যের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ এদিন জানিয়েছে, মাহিন্দা ও বাসিল ২৮ জুলাই পর্যন্ত দেশ ছেড়ে যেতে পারবেন না। উল্লেখ্য, প্রবল জনরোষের হাত থেকে বাঁচতে মঙ্গলবার মাঝরাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন সদ্য পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সূত্রের খবর, এই মুহূর্তে তিনি সিঙ্গাপুরে রয়েছেন।