লন্ডন: বিরাট কোহলির (Cricketer Virat Kohli) রানের খরা নিয়ে ক্রিকেট বিশ্বে চর্চা অব্যাহত। তাঁকে রান করতে হবে, এটাই যেন গণদাবি। কেন তিনি ব্যাটে রান করতে পারছেন না, তা নিয়ে রীতিমতো কাটাছেঁড়া চলছে ক্রিকেটমহলে। বিশেষজ্ঞদের একাংশ বিরাটকে বাদ দেওয়ার পক্ষেও রায় দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছেন। মাত্র ১৬ রান করে আউট হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁকে নিয়ে এত সমালোচনার পরেও তিনি চুপ রয়েছেন।
আরও পড়ুন: বোঝা গেল বিরাটও মানুষ, বলছেন বাটলার
এর মধ্যেই শনিবার সোশ্যাল মিডিয়ায় বিরাটের একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে। রহস্যময় সেই পোস্টের ক্যাপশনে বিরাট (Cricketer Virat Kohli) লিখেছেন, ‘পারস্পেকটিভ’। যার অর্থ ‘দৃষ্টিকোন’। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের আগে বিরাটের এই রহস্যময় পোস্টের মানে জানার চেষ্টায় তাঁর ভক্তকুল। প্রশ্ন উঠছে, বিরাট কোনও ইঙ্গিত দিচ্ছেন না তো! তিনি কি অবসরের কথা ভাবছেন!
বিরাটের পিছনের দেওয়ালে এক জোড়া ডানার ছবি। সেই ডানার নীচে লেখা আছে, ‘‘আমি যদি পড়ে যাই…ওহ আমার প্রিয়তম, তুমি যদি উড়ে যাও তাহলে কী হবে।’’ বিরাটের এই পোস্ট ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অনেকেই এটিকে প্রাক্তন ভারত অধিনায়কের খারাপ ফর্ম নিয়ে প্রথম জবাব বলে মনে করছেন। বিরাট হয়তো বোঝাতে চেয়েছেন, তাঁকে নিয়ে বিভিন্ন মানুষের আলাদা ‘দৃষ্টিকোন’ রয়েছে। এদিকে, ইংল্যান্ড সফর শেষে বিরাট সম্ভবত দেশে ফিরছেন না। শোনা যাচ্ছে, পরিবার নিয়ে বিলেতে বা অন্য কোথাও ছুটি কাটাবেন। এক মাস ছুটি কাটিয়ে ভারতীয় দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে যাবেন।