প্রতিবেদন : নিউটাউন (Newtown) থেকে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport)। আন্ডারপাস দিয়ে ছুটবে গাড়ি। রাজ্যের উন্নয়নে আরও একটি ধাপ এগোল নিউটাউন-রাজারহাট। সম্পূর্ণ বিদেশি প্রযুক্তিতে এই সুড়ঙ্গ পথটি নির্মিত হচ্ছে। এজন্য খরচ হবে ৬৮ কোটি টাকা। গোটা প্রকল্পের দায়িত্বে রয়েছে হিডকো। এই সুড়ঙ্গপথটি লম্বায় হবে ৩২০ মিটার। যা নিউটাউনের (Newtown) বিশ্ববাংলা গেট থেকে শুরু হয়ে শেষ হবে বিমানবন্দর (Kolkata Airport) পর্যন্ত। কলকাতা বিমানবন্দরের উপর গাড়ির চাপ বাড়ছে। এছাড়া বাংলায় একাধিক বিনিয়োগ আসছে। তাই সময়কে গুরুত্ব দিতে দ্রুত চলাচলের জন্য এই সুড়ঙ্গপথ তৈরি হচ্ছে যা বাংলায় প্রথম। রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় শনিবার বলেন, কাজ শুরু হয়েছে। এই প্রকল্পর জন্য কেন্দ্রীয় সরকারের অর্থ দেওয়ার কথা। কিন্তু বাংলার সঙ্গে কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা করেই চলেছে। তবে আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে না থেকে কাজ শুরু করে দিয়েছি। প্রয়োজনে রাজ্য সরকার নিজেই এই প্রকল্প রূপায়িত করবে। ৩২০ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গপথে থাকবে ৪ লেনের গাড়ি চলাচলের করিডর। এর পাশাপাশি পথচারীদের হাঁটার জন্য থাকবে পৃথক ব্যবস্থা। সব মিলিয়ে নিউটাউন উন্নয়নের নিরিখে আরও একধাপ এগিয়ে গেল যা বলা বাহুল্য। ৩২০ মিটারের এই সুড়ঙ্গপথ প্রথম পর্যায়ে তৈরি হবে বিশ্ববাংলা গেট থেকে নারকেলবাগান পর্যন্ত। এর পরের ধাপে হবে কলকাতা বিমানবন্দর পর্যন্ত। গোটা সুড়ঙ্গপথটি হবে আলোকময়। বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের সুড়ঙ্গপথ দিয়ে গাড়ি চলাচল করে থাকে। মূলত যানজটের সমস্যা মেটাতে এই ধরনের ভূগর্ভ পথ তৈরি হয়। যা বাংলায় তৈরি হচ্ছে। সম্ভবত দেশের মধ্যে প্রথম।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামিকাল সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল কংগ্রেস