ব্যুরো রিপোর্ট : বর্ষা ঠিক সময়েই এসেছিল। বৃষ্টিও হচ্ছিল। হঠাৎ বৃষ্টি নেই, তার বদলে তীব্র দাবদাহ (Heatwave in North Bengal)। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির মানুষ গরমে নাকাল। আবহাওয়া দফতর জানাচ্ছে, গত চার-পাঁচ বছরে এমন গরম পড়েনি। খুদে পড়ুয়ারা গরমে কাহিল। তাই সব জেলার প্রাথমিক শিক্ষকরাই পরিচালন কর্তৃপক্ষের কাছে সকালবেলা স্কুল করার দরবার করেছেন। গরমের (Heatwave in North Bengal) হাত থেকে স্বস্তি দিতে গাড়িচালক ও কন্ডাক্টারদের সুস্থ রাখতে উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ। কয়েকদিন থেকে তীব্র দাবদাহে কালঘাম ছুটছে সাধারণ মানুষের। বিপর্যস্ত জনজীবন। তার মধ্যেই পরিষেবা দিয়ে যাচ্ছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চালক, কন্ডাক্টার ও কর্মীরা। তাই শনিবার সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসে ডিউটি করতে আসা চালক, কন্ডাক্টারদের হাতে গ্লুকোজ ও পানীয় জলের বোতল দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। জানান, ‘নিগমের প্রায় ৭০০ বাস প্রতিদিন রাস্তায় নামে। তাঁদের হাতে গ্লুকোজ এবং দুটো করে জলের বোতল দেব। এটা শুধু কোচবিহার নয় নিগমের প্রতিটি ডিপো, প্রতিটি স্ট্যান্ডে এই ব্যবস্থা রাখা হয়েছে। তারই আজ আনুষ্ঠানিক সূচনা হল।’
আরও পড়ুন: ৬৮ কোটি টাকার প্রকল্প: সুড়ঙ্গপথে নিউটাউন থেকে এবার বিমানবন্দর