প্রতিবেদন : ফেসবুক, গুগলের (Facebook- Google) মতো সংস্থা ভারতে ব্যবসা করে বিপুল পরিমাণ মুনাফা করছে। সেই মুনাফার সবটাই তারা নিয়ে চলে যাচ্ছে নিজেদের দেশে। এদেশে ব্যবসা করলেও তারা ভারত সরকারকে একটি পয়সাও দেয় না। এ বিষয়টি ঠেকাতে এবার উদ্যোগী হচ্ছে কেন্দ্র। কর আদায় করতে গেলে থাকা দরকার আইন। ভারতে সেই আইনের ফাঁক দিয়ে এই দুই সংস্থা বিপুল পরিমাণ মুনাফা লুটে নিয়ে চলে যাচ্ছে। জানা গিয়েছে, ফেসবুক এবং গুগলকেও এবার ভারতে ব্যবসা করার জন্য কর দিতে হতে পারে। দীর্ঘদিন ধরে এই সব বিদেশি সংস্থার লভ্যাংশ শেয়ারিং নিয়ে দাবি উঠেছে। কিন্তু এবার কেন্দ্র বিষয়টিতে পদক্ষেপ করতে চলেছে বলে খবর। এবার থেকে ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন বিষয়বস্তু দেখানোর জন্য তাদের লভ্যাংশের একাংশ দিতে হবে বিশ্বের বিভিন্ন নামী তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে। গুগল, ইউটিউব, মেটা ছাড়াও অন্যান্য সংস্থাগুলিকেও দিতে হবে কর। এ খবরটি জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। অস্ট্রেলিয়া সরকার আইন করে আগে থেকেই ফেসবুক, গুগলের থেকে কর আদায় করছে।
আরও পড়ুন: ৬৮ কোটি টাকার প্রকল্প: সুড়ঙ্গপথে নিউটাউন থেকে এবার বিমানবন্দর
মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র তথ্যপ্রযুক্তি আইন সংশোধনের কথা ভাবছে। সংশোধিত আইনে গুগল, ফেসবুককে (Facebook- Google) লাভের অংশ দিতে হতে পারে দেশের বিভিন্ন সংবাদপত্র ও ডিজিটাল সংবাদসংস্থাকে। কারণ ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন খবর দেখিয়ে প্রচুর মুনাফা করে গুগল, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো ডিজিটাল মাধ্যম। অর্থাৎ তারা ভাল ব্যবসা করলেও তাতে দেশের কোনও লাভ হচ্ছে না। তাই এই সমস্ত সংস্থার উপর কর আরোপের ভাবনাচিন্তা চলছে। এখন ডিজিটাল বিজ্ঞাপনের বাজার। অথচ দেশের ডিজিটাল সংস্থাগুলি অসুবিধায় পড়েছে। সরকার এই সমস্যা সমাধানে নতুন আইন তৈরি আনতে চলেছে।
জানা গিয়েছে, ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি, ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া যৌথভাবে কেন্দ্রের কাছে এই সমস্ত সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছিল। তাদের সেই দাবির যৌক্তিকতা খতিয়ে দেখার পর কেন্দ্র কর আরোপের সিদ্ধান্ত নিতে চলেছে ।