প্রতিবেদন : আদালত নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)-এর তৈরি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন গঠনতন্ত্রের খসড়ায় আপত্তি নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সংস্থাগুলি। দুঁদে আইনজীবী মানেকা গুরুস্বামী খসড়া গঠনতন্ত্রে রাজ্য সংস্থার আপত্তিগুলি নিয়ে আদালতে সওয়াল করবেন। সিওএ-র তৈরি নির্বাচনী গঠনতন্ত্রের খসড়ায় আপত্তি জানিয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য সংস্থাগুলি। খসড়া গঠনতন্ত্রের ২২-২৩টি পয়েন্টে আপত্তি রয়েছে তাদের।
আরও পড়ুন-জল্পনা উসকে রোনাল্ডো ম্যান ইউয়ের শর্টসেই
সিওএ-র তৈরি খসড়া গঠনতন্ত্র নিয়ে আপত্তি জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে কড়া চিঠি দিয়েছে আইএসএলের আয়োজক সংস্থা এফএসডিএল-ও। গঠনতন্ত্রের খসড়ায় বলা হয়েছে, দেশের এক নম্বর লিগ (ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল) নিয়ন্ত্রণ করবে এআইএফএফ। এখানেই আপত্তি এফএসডিএল-এর। ফেডারেশনের সঙ্গে চুক্তি অনুযায়ী আইএসএলের আয়োজক এফএসডিএল। ফেডারেশনের আর্থিক বুনিয়াদ পুরোপুরি এফএসডিএল বা রিলায়েন্সের উপর নির্ভরশীল। সূত্রের খবর, গঠনতন্ত্রের খসড়ায় তীব্র আপত্তি জানিয়ে ফেডারেশনকে নাকি অর্থ বরাদ্দ ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে এফএসডিএল। সেই সঙ্গে অন্তবর্তী সচিব সুনন্দ ধরকে লেখা চিঠিতে এফএসডিএল-এর তরফে বলা হয়েছে, নতুন গঠনতন্ত্র অনুমোদন হলে তাঁরা ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে হাঁটবে। সেক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দাবি করবে এফএসডিএল।