প্রতিবেদন : মঙ্গলবার অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র । কিন্তু, বীরেন্দ্রর জায়গায় রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে কে আসছেন, তা এখনও পর্যন্ত নবান্নকে জানায়নি কেন্দ্র। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ম মেনে মাস দুয়েক আগেই নতুন ডিজির জন্য ২১ সিনিয়র IPS অফিসারের তালিকা দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে পাঠানো হয়েছিল। আজ, মঙ্গলবার দুপুর পর্যন্ত অপেক্ষা করার পর আপাতত রাজ্য পুলিশের ডিজি’র পদে মনোজ মালব্যকে নিযুক্ত করলো নবান্ন। এই সিনিয়র IPS অফিসার অস্থায়ী ডিজি হিসেবে দায়িত্ব সামলাবেন।
আরও পড়ুন : এবার ত্রিপুরা যাচ্ছেন সুস্মিতা দেব, থাকবেন ১৫ দিন
প্রসঙ্গত, ৩০ বছর কাজের অভিজ্ঞতা আছে এমন দক্ষ IPS অফিসারদের নামই পাঠানো হয়েছিল। সেখান থেকে বেছে রাজ্যকে ৩ অফিসারের নাম পাঠানোর কথা কেন্দ্রের ইউপিএসসি কমিটির। আর ওই তিন অফিসারের মধ্যে থেকে রাজ্য সরকার একজনকে ডিজি হিসেবে নিয়োগ করবে। এটাই প্রথা। কিন্তু সেই নাম এখনও আসেনি বলেই
মনোজ মালব্যকে শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হলো। তবে
কেন্দ্রের এমন উদাসীনতায় বিরক্ত নবান্ন।
সূত্রের খবর, রাজ্যের পাঠানো ২১ জন IPS-এর তালিকায় মনোজ মালব্য , সুমন বালা সাহু, গঙ্গেশ্বর সিং, নীরজ নয়ন পান্ডের মতো সিনিয়র অফিসারদের নাম ছিল। কেন্দ্রের তালিকা না আসায় নবান্ন স্বতঃপ্রণোদিত হয়ে IPS মনোজ মালব্যকে ডিজির দায়িত্ব দিলো।