রাষ্ট্রপতি নির্বাচন আজ সকাল ১০টা থেকে সাংসদ- বিধায়করা ভোট দিচ্ছেন। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিন রাজ্য বিধানসভায় গিয়ে দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে ভোট দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক জানান, বিজেপি (Abhishek Banerjee- BJP) ভয় পেয়েছে। সেই কারণেই প্রায় সব বিধায়কদের হোটেল-বন্দি করে ফেলেছিল। তাঁর কথায়, বিজেপি ভয় পেয়েছে। বাংলায় তারা জনবিচ্ছিন্ন। এবার নিজের বিধায়করারও পাশে থাকবে না, এই আশঙ্কাতেই রিসর্ট পলিটিক্স করছে। মোক্ষম খোঁচা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) বলেন, বিজেপি নিজেরাও জানে না বাংলায় তাদের কজন বিধায়ক আছে।
আরও পড়ুন: বিজেপির ‘রিসর্ট পলিটিক্স’: তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
এরপরেই অন্য রাজ্যের উদাহরণ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- BJP) বলেন, মেঘালয়ে তৃণমূলের বিধায়করা আছেন। কিন্তু সেখানে তৃণমূলের বিধায়কদের আলাদা করে রাখতে হয়নি। আর বাংলায় বিজেপি ভয় পাচ্ছে, নিজের দলের বিধায়করাই ক্রস ভোটিং করতে পারেন। অভিষেকের অভিযোগ, ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করে গেরুয়া শিবির। অথচ নিজের বিধায়কদের হারানোর ভয় পাচ্ছে।