প্রতিবেদন : ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই নর্মদা নদীতে পড়ে গেল পুণেগামী একটি যাত্রীবোঝাই বাস। এই দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে এখনও পর্যন্ত ৮ জনকে শনাক্ত করা গিয়েছে। যার মধ্যে পাঁচজন মহারাষ্ট্রের দু’জন রাজস্থান ও একজন মধ্যপ্রদেশের বাসিন্দা।
আরও পড়ুন-নজির গড়ল ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি, একমাসে এল ১.৫ লক্ষ ফোন কল
জানা গিয়েছে, সোমবার সকালে মহারাষ্ট্র সরকারের একটি বাস আগরা-মুম্বই জাতীয় সড়ক ধরে ইন্দোর থেকে মহারাষ্ট্রের পুণের উদ্দেশে যাচ্ছিল। টানা বৃষ্টির জেরে রাস্তা পিছল হওয়ায় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ধার জেলার খালঘাট এলাকায় নর্মদা সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি। এই দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও অনেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন। পুলিশ জানিয়েছে, বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে পৌঁছেছেন মধ্যপ্রদেশের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা। বর্ষায় খরস্রোতা নদীতে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে।
আরও পড়ুন-বিজেপি নিজেরাও জানে না বাংলায় তাদের ক’জন বিধায়ক আছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সব বাসযাত্রীকে দ্রুত উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন চৌহান। আহতদের উপযুক্ত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেও সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।