ইউজিন, ১৮ জুলাই : বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কঠিন পরীক্ষা ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার। ২১ জুলাই যোগ্যতা অর্জন পর্বের ইভেন্টে নামছেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। তার দু’দিন পর প্রতিযোগিতার ফাইনাল ইভেন্ট। এই বছরই ৯০ মিটার জ্যাভলিন ছোঁড়ার লক্ষ্য সামনে রেখেছেন। সেটা চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে করতে পারলে সব থেকে খুশি হবেন। কিন্তু প্রথম বার বিশ্ব খেতাব জয়ের লক্ষ্যে নীরজ জানিয়ে দিলেন, তিনি দূরত্ব নিয়ে ভাবছেন না। চাপ ছাড়াই ট্র্যাকে নামতে চান।
আরও পড়ুন-সঙ্গীতজগতে ফের নক্ষত্রপতন, প্রয়াত ভূপিন্দর সিং
কয়েক দিন আগেই স্টকহোম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার জ্যাভলিন ছুঁড়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নীরজ। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের কাছে হেরে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। মাত্র ৬ সেন্টিমিটারের জন্য ৯০ মিটার ছুঁড়তে পারেননি সোনার ছেলে। নীরজ বলেছেন, ‘‘মাত্র ৬ সেন্টিমিটারের জন্য আমি স্টকহোমে ৯০ মিটার ছুঁতে পারিনি। কিন্তু প্রতিযোগিতায় নামার আগে কখনও আমি দূরত্ব নিয়ে ভাবি না। বিশ্ব চ্যাম্পিয়নশিপ সব থেকে বড় প্রতিযোগিতা। কোনও চাপ না ছাড়াই আমি পারফর্ম করতে চাই।’’