প্রতিবেদন : আদালত নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) তৈরি ভারতীয় ফুটবল ফেডারেশনের চূড়ান্ত খসড়া সংবিধানের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হল এফএসডিএল। যারা শুধু দেশের এক নম্বর লিগ আইএসএলের আয়োজকই নয়, ফেডারেশনের মার্কেটিং পার্টনারও। রিলায়েন্সের মালিকানাধীন এফএসডিএল মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে সিওএ-র খসড়া গঠনতন্ত্রের বিরোধিতা করে। পিটিশনে এআইএফএফ-এর মার্কেটিং পার্টনারের দাবি, সর্বোচ্চ আদালতে ৫৬৫ পাতার যে খসড়া গঠনতন্ত্র দাখিল করেছে সিওএ, তা ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের ১৫ বছরের চুক্তিকেই বৈধতা দেওয়া হয়নি।
আরও পড়ুন-সৌরভের মা করোনা আক্রান্ত
খসড়া গঠনতন্ত্র কার্যত চুক্তিভঙ্গের শামিল। সিওএ প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্রে বলেছে, দেশের এক নম্বর লিগ নিয়ন্ত্রণ করবে এআইএফএফ। যা কোনওভাবেই মেনে নিতে পারছে না এফএসডিএল। তারা ইতিমধ্যেই ফেডারেশনের প্রাপ্য বরাদ্দ অর্থ সরবরাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, মঙ্গলবারই খসড়া গঠনতন্ত্রের একাধিক পয়েন্টের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সংস্থাগুলি। ২১ জুলাই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি। রাজ্য সংস্থার আপত্তিগুলি নিয়ে আদালতে সওয়াল করবেন আইনজীবী মানেকা গুরুস্বামী।
আরও পড়ুন-দুষ্কৃতীদের বোমায় জখম তৃণমূল নেতা
সামনে ফিফার নির্বাসনের কাঁটা। তাই রাজ্য সংস্থাগুলি আদালতে গেলেও কিছুটা নরম মনোভাবও দেখাতে চাইছে। রাজ্য সংস্থার এক প্রতিনিধি বললেন, ‘‘আমরাই যে ঠিক, সেটা বলব না। ফিফা যাতে নির্বাসিত না করে ভারতকে সেটাও দেখতে হবে। আমরা আশা করি, ভারতীয় ফুটবলের উন্নতিতে সবাই কাজ করবে।’’ প্রসঙ্গত, ১৩ জুলাই ফিফা এবং রাজ্য সংস্থাগুলিকে গঠনতন্ত্রের চূড়ান্ত খসড়া পাঠিয়েছে সিওএ। ১৫ জুলাই তা সুপ্রিম কোর্টে তা জমা দেওয়া হয়েছে।