প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসে ফিরলেন আরও এক বিধায়ক। এবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে দলের পতাকা বিশ্বজিৎ দাস হাতে তুলে নেন। তাঁর সঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বনগাঁ পুরসভার বিজেপি কাউন্সিলর মনোতোষ নাথ ও প্রাক্তন কর্মাধ্যক্ষ সুব্রত পাল।
আরও পড়ুন :নিশীথের নির্দেশে তৈরী হয় বোমা , অভিযোগ বিজেপির’ই
২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় নয়াদিল্লিতে গিয়ে পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। দলে ফিরে বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস এদিন বলেন, “একটা পরিস্থিতিতে ভুল করেছিলাম। যা হওয়ার ছিল না। বাংলার ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। বিজেপিতে কাজের পরিবেশ নেই। বহিরাগত নেতৃত্বে উপর মানুষ আকৃষ্ট হন না।”
তিনি আরও বলেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় নেত্রী হিসেবে সবাই দেখবেন। রাজ্য বিজেপির মধ্যে গণ্ডগোল, একে অপরকে দোষারোপ করছে। বহিরাগতদের প্রতি মানুষ আকৃষ্ট হয় না। বিজেপিতে কাজের পরিবেশ নেই। গোটা উত্তর ২৪ পরগনায় বিজেপিতে বিরাট ভাঙন ধরবে। আরও অনেক নেতারা তৃণমূলে যোগ দেবেন।”
আরও পড়ুন : প্রকৃতি রক্ষায় ম্যানগ্রোভ পুঁতছেন মেয়েরা
প্রসঙ্গত, গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। পাঁচ মাসের মধ্যেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক।