নিউ ইয়র্ক, ২১ জুলাই : কোভিডের টিকা না নিলে নোভাক জকোভিচকে ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। সাফ জানিয়ে দিল ইউএস ওপেন কর্তৃপক্ষ। এদিকে, জকোভিচ আবার জানিয়ে রেখেছেন, তিনি কিছুতেই ভ্যাকসিন নেবেন না। ২১টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সার্ব টেনিস তারকাকে ভ্যাকসিন ছাড়াই ছাড়পত্র দেওয়ার জন্য ইউএস ওপেন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন ১২ হাজার টেনিসপ্রেমী।
আরও পড়ুন-২১শে জুলাই উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচিলতে বাড়ি দেখতে মানুষের ভিড়
কিন্তু আয়োজকদের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গ্র্যান্ড স্ল্যামের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর ৪২ দিন আগে ক্রমতালিকার ভিত্তিতে সুযোগ পাবেন খেলোয়াড়রা। ইউএস ওপেনে অংশগ্রহণকারী খেলোয়াড়দের টিকা নেওয়ার ক্ষেত্রে আলাদা কোনও নিয়ম নেই। আমেরিকা সরকারের নিয়মই মেনে চলা হবে।’’ প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার আগেই জানিয়ে রেখেছে, কোভিডের টিকা নেননি এমন কোনও ব্যক্তিকে সেদেশে ঢুকতে দেওয়া হবে না। ফলে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে জকোভিচের খেলা কার্যত অনিশ্চিত।