প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির (CBSE Class 12 Result) পরীক্ষার ফলাফল। মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে। পড়ুয়ারা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in এবং cbse.gov.in থেকে রেজাল্ট দেখতে পারবেন। রেজাল্ট দেখা যাবে DigiLocker এবং Pariksha Sangam-এও।
সিবিএসই-র তরফে জানিয়েছে, দু’টি ওয়েবসাইটে রোল নম্বর এবং স্কুলের নম্বর ব্যবহার করে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন ছাত্র ছাত্রীরা।
সিবিএসই দ্বাদশ শ্রেণির (CBSE Class 12 Result) বোর্ড পরীক্ষার ফলাফল
সবথেকে ভালো পাশের হার ত্রিবান্দ্রম অঞ্চলে (৯৮.৮৩ শতাংশ)। তালিকার সবথেকে নীচে উত্তরপ্রদেশ (৮৩.৭১ শতাংশ)।
শুক্রবার সকালে কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশের হার ৯২.৭১ শতাংশ।
এবার মোট ১৪৪৪৩৪১ জন দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দেন। যে পরীক্ষা গত ২৬ এপ্রিল শুরু হয়েছিল। পরীক্ষা শেষ করেছিল ১৫ জুন।
আরও পড়ুন: করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
কীভাবে ফলাফল দেখা যাবে
১) সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in পেজে যান।
২) ‘Results’ লিঙ্কে ক্লিক করুন। একটি পেজ খুলবে।
৩) ‘Senior School Certificate Examination (Class XII) Results 2022 (Link 1) – Announced on 22nd July 2022’, ‘Senior School Certificate Examination (Class XII) Results 2022 (Link 2) – Announced on 22nd July 2022’ এবং ‘Senior School Certificate Examination (Class XII) Results 2022 (Link 3) – Announced on 22nd July 2022’ – এই তিনটি লিঙ্ক আছে।
৪) লিঙ্কে ক্লিক করলে নয়া একটি পেজ খুলে যাবে। ‘Senior School Certificate Examination (Class XII) Results 2022’-র নীচে রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ডের আইডি লিখে ‘Submit’ করুন।
৫) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
এই রেজাল্ট সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রীদের চূড়ান্ত ফলাফলের মার্কশিট। যা ২০২২ সালের প্রথম এবং দ্বিতীয় টার্মের পরীক্ষার পওয়া ফলের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এ ছাড়া প্রজেক্টের কাজ, প্র্যাকটিকাল পরীক্ষা, প্রি-বোর্ড পরীক্ষা এবং স্কুলের মূল্যায়ন থেকে পাওয়া ছাত্রছাত্রীদের নম্বরও যুক্ত করা হয়েছে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরে।