সংবাদদাতা, মালদহ : বিদ্যুতের খরচে লাগাম টানতে বিদ্যালয় ও মাদ্রাসার ছাদে বসতে চলেছে সৌরবিদ্যুতের প্যানেল (Solar Panel- Maldah)। মালদহ জেলার উচ্চমাধ্যমিক স্কুল, বালিকা বিদ্যালয় ও মাদ্রাসা মিলিয়ে ৪১টি প্রতিষ্ঠানের ছাদে বসবে সৌরবিদ্যুৎ প্যানেল। ইতিমধ্যেই তালিকায় থাকা স্কুল ও মাদ্রাসায় প্রাথমিক সমীক্ষার কাজ শেষ হয়েছে। সোলার প্যানেল (Solar Panel- Maldah) ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি চলে যাবে নিকটবর্তী রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির পাওয়ার স্টেশনে। সংশ্লিষ্ট বিদ্যালয় বা মাদ্রাসায় কত সৌরবিদ্যুৎ উৎপাদন হল, কত খরচ হল, তার ওপর নির্ভর করে বিল নির্ধারিত হবে। ফলে বিদ্যালয় বা মাদ্রাসায় বিদ্যুতের বিল অনেকটাই কমে যাবে। মালদহ জেলা সমগ্র শিক্ষা মিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের অপ্রচলিত ও নবীকরণ যোগ্য শক্তি উৎস বিভাগের তরফে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক দফতরের ছাদেও সৌরবিদ্যুতের প্যানেল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগে মালদহের ৪৮টি বিদ্যালয় ও মাদ্রাসার ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানো হয়েছিল। চলতি বছর আরও ৪১টির ছাদে বসবে। এই প্রকল্পের নাম গ্রিড কানেক্টেড রুফটপ সোলার ফটোভোল্টিক প্লান্ট। জেলা প্রশাসনের সহযোগিতায় কাজ হবে। জেলা সমগ্র শিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক সৌম্য ঘোষ জানান, বিদ্যুতের খরচ কমাতে জেলার ৪১টি বিদ্যালয় ও মাদ্রাসার ছাদে সৌরবিদ্যুতের প্যানেল বসবে।
আরও পড়ুন: শিলিগুড়ি পঞ্চায়েত সমিতি: ঘোষিত সভাপতি, সহ-সভাপতির নাম