সংবাদদাতা, কাঁথি : অধিকারী পরিবারের ঘনিষ্ঠ এক পুর আধিকারিককে হিসাববহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ বেরা (Dilip Bera)। অধিকারীদের আমলে দীর্ঘদিন কাঁথি পুরসভায় রয়েছেন। কাঁথির ধর্মদাসবাড়ের বাড়ি থেকে তাঁকে (Dilip Bera) গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তমলুকের বিশেষ আদালতে তোলা হলে বিচারক ১২ দিন পুলিস হেফাজতের নির্দেশ দেন। তাঁর ৩ কোটি ১৯ লক্ষ ৫২ হাজার ৯৪৭ টাকার সম্পত্তির হদিশ পেয়েছে পুলিস। ১৯৯৭ সালে দিলীপ কাঁথি পুরসভায় যোগ দেন। ৩০ এপ্রিল পর্যন্ত মাইনে বাবদ তাঁর অ্যাকাউন্টে ৮৯ লক্ষ ৯৫ হাজার ৮৬৯ টাকা ঢুকেছে। তাহলে নিজের ও স্ত্রীর নামে এত বিপুল সম্পত্তি কোথা থেকে বানালেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। রাঙামাটি শ্মশানকাণ্ডে ২৯ জুন তাঁর বিরুদ্ধে এফআইআর হয়েছিল। ৩০ জুন গ্রেফতার হন দিলীপ। ১৪ জুলাই কাঁথি এসিজেএম আদালত থেকে জামিন পেয়েছিলেন। ফের দুর্নীতিদমন আইনে পুলিশের জালে। শ্মশানে স্টলনির্মাণ ও বিলির অনিয়ম নিয়ে তদন্তে নেমে পুলিশ বিমা, ফিক্সড ডিপোজিট বাবদ ওই ইঞ্জিনিয়ার ও তাঁর স্ত্রীর নামে প্রায় দু কোটি টাকার সন্ধান পেয়েছেন।
আরও পড়ুন: শিলিগুড়ি পঞ্চায়েত সমিতি: ঘোষিত সভাপতি, সহ-সভাপতির নাম