পানিপথ: গোটা দেশের কাছে তিনি সোনার ছেলে। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে গত বছর টোকিও অলিম্পিকে সোনা জয়ের পর এবার বিশ্ব অ্যাথলেটিক্সে রুপো জিতে নতুন ইতিহাস গড়লেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তাঁর নতুন কীর্তির খবর টেলিভিশনে দেখার পরেই উৎসবে মেতে ওঠে পানিপথ। নীরজের নিজের শহর। নাচে, গানে মজে আছে গোটা পরিবার। নীরজের বাড়িতে ভিড় জমিয়েছেন আত্মীয়স্বজন, বন্ধু, অনুগামীরা।
আরও পড়ুন: অলিম্পিকের থেকেও লড়াই কঠিন ছিল, বলছেন নীরজ
ভারতবাসী যখন নীরজকে কুর্নিশ করছে, তখন পানিপথের বাড়িতে এক বৃদ্ধার চোখে জল। বৃদ্ধার অশ্রুসজল চোখ কষ্টের নয়, আনন্দের। তিনি যে মা, ছেলের সাফল্য, খ্যাতিতে মায়ের চোখ যে ভিজবে সেটাই তো স্বাভাবিক। নীরজের (Neeraj Chopra) মা সরোজ দেবী সংবাদমাধ্যমে জানালেন, তিনি কতটা খুশি। বললেন, ‘‘আমরা খুশি, নীরজ কঠোর পরিশ্রমের দাম পেল। এই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। যেদিন অলিম্পিকে সোনা জিতেছিল সেদিনও যেমন আনন্দ হয়েছিল, আজও তাই।’’
আরও পড়ুন: রুপো জিতে নীরজের ইতিহাস
নীরজের মা আরও বলেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়াইটা খুব কঠিন ছিল। পিছিয়ে থেকেও ওই স্তরে পৌঁছনো খুব কঠিন হয়ে গিয়েছিল। আমরা প্রথম থেকেই আশা ছাড়িনি। সোনা হোক বা রুপো নিয়ে আমি ভাবিনি। এতদিন ধরে যে চেষ্টা, পরিশ্রম ও করেছে, ঈশ্বর তারই পুরস্কার ওকে দিচ্ছে।’’