কেরল, দিল্লির পর এবার তেলেঙ্গানায় (Monkeypox-Telengana) কুয়েত ফেরত এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই তাঁর নমুনা পুণের গবেষণাগারে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, তেলেঙ্গানার (Monkeypox-Telengana) কামারেড্ডি জেলার ইন্দিরানগরে কলোনির এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ মিলেছে। বছর চল্লিশের ওই ব্যক্তিকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৬ জুলাই কুয়েত থেকে দেশে ফেরেন তিনি।
আরও পড়ুন:নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে: ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণের পর বললেন দ্রৌপদী মুর্মু
চিকিৎসকেরা জানিয়েছেন, ওই রোগীর দেহে প্রথমে র্যাশ দেখা যায়। এর পরই তিনি একটি বেসরকারি হাসপাতালে যান। সেখান থেকে তাঁকে এক সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত তাঁকে আলাদা জায়গায় রাখা হয়েছে।
তেলেঙ্গানার স্বাস্থ্য দফতরের ডিরেক্টর জি শ্রীনিবাস জানিয়েছেন, ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন ছয় থেকে সাত জন। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এখনও তাঁদের শরীরে এই ভাইরাসের কোনও উপসর্গ দেখা যায়নি।