নয়াদিল্লি : রাজ্যসভার সদস্য, কোনও একটি রাজ্যের রাজ্যপাল, নিদেনপক্ষে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত কোনও কর্পোরেশনের চেয়ারম্যান পদ৷ ১০০ কোটি টাকা খরচ করলেই হল৷ টাকা দিয়ে পদের টোপ দেওয়া এমনই এক বড় মাপের প্রতারণাচক্রের পর্দা ফাঁস হল৷ ওই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সিবিআই৷
আরও পড়ুন-শপথে গেলেন না নীতীশ
অভিযুক্তরা হল মহারাষ্ট্রের লাতুরের কমলাকার প্রেমকুমার বন্দোগার, কর্নাটকের বেলগাঁওয়ের রবীন্দ্রবিঠল নায়েক, দিল্লির মহেন্দ্রপাল অরোরা ও অভিষেক বোরা৷ আরেক অভিযুক্ত দিল্লির মোহম্মদ এজাজ খান পলাতক৷ সিবিআইয়ের এফআইআর–এ এই চক্রের বিষয়ে বলা হয়েছে, দুষ্কৃতীরা বিপুল অর্থের বিনিময়ে রাজ্যসভার আসন, রাজ্যপাল পদে নিয়োগ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে চেয়ারম্যান পদে নিয়োগের কথা বলে প্রতারণা ও ষড়যন্ত্রে লিপ্ত ছিল৷ কিছুদিন ধরে টানা নজরদারি চালিয়ে ও টেলিফোনে আড়ি পেতে এই চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷