প্রতিবেদন : রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বুধবার নবনিযুক্ত রাজ্যপাল লা গণেশনের (Governor La Ganesan) সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাজভবনের বাইরে অধ্যক্ষ সাংবাদিকদের জানান, এটি ছিল সৌজন্যসাক্ষাৎ৷ বিধানসভার কার্যপ্রণালী নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে। সেইসঙ্গে বকেয়া বিল নিয়েও কথা হয়েছে। চলমান রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়া শিক্ষক নিয়োগ দুর্নীতি বা প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারি নিয়ে কোনও আলোচনা হয়নি বলে তিনি জানান। নিছক সৌজন্যসাক্ষাৎ বলে জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee- La Ganesan)। আগের রাজ্যপাল জগদীপ ধনকড় বেশকিছু বিলে স্বাক্ষর করেননি। বুধবার সেই বকেয়া বিলে সই করার বিষয়ে রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছেন বিধানসভার স্পিকার। সেই কথা জানান বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: মিঠুন চক্রবর্তী মানসিক রোগী