প্রতিবেদন : মাধ্যমিকে স্ক্রুটিনিতে (Madhyamik Scrutiny) সাড়ে ১১ হাজার উত্তরপত্রের নম্বর বদল হয়েছে। যার ফলে প্রথম দশের মেধাতালিকায় আরও ১৮ জন স্থান পেয়েছে বলে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে। আগে প্রথম দশের মেধাতালিকায় মোট ১১৪ জন পরীক্ষার্থী ছিলেন। কিন্তু স্ক্রুটিনির পর মেধা তালিকা স্থান পেলেন ১৩২ জন। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এবার ৩২ হাজার ৭৪০টি উত্তরপত্র স্ক্রুটিনির জন্য আবেদন করা হয়। এর মধ্যে ১১,৪৫৬ জনের নম্বর বেড়েছে। ১০ নম্বরের বেশি বেড়েছে প্রায় ৫০০ উত্তরপত্রে। এর ফলে কোচবিহারের গোপালনগর এমএসএস হাইস্কুলের ছাত্রী অনন্যা দেব সপ্তম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছেন। বীরভূমের সৌমাল্য নিয়োগী অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছেন। কোচবিহারের মাথাভাঙা গার্লস হাই স্কুলের রিফা তামান্না দশম থেকে নবম স্থানে উঠে এসেছেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিকের স্ক্রুটিনি এবং রিভিউয়ের পর মঙ্গলবার ফল প্রকাশ করা হয়। এদিন ফল প্রকাশের পর দেখা যায় বহু পরীক্ষার্থীর নম্বর বেড়েছে। যে উত্তরপত্রগুলিতে স্ক্রুটিনির জন্য আবেদন করা হয়েছিল সেগুলির মধ্যে ১১ হাজার ৪৬৫ উত্তরপত্রে নম্বর বেড়েছে। ৪৯৫ জন পড়ুয়ার ১০ নম্বর পর্যন্ত বেড়েছে। যে সমস্ত পড়ুয়া অকৃতকার্য হয়েছিলেন, তাঁদের মধ্যে থেকে বিভিন্ন বিষয়ে রিভিউয়ের জন্য আবেদন করেছিলেন ২৬৯৯ জন পরীক্ষার্থী। তার মধ্যে ৯৩১টি উত্তরপত্রে নম্বর বেড়েছে।
আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে বৈঠকে স্পিকার
স্ক্রুটিনি ও রিভিউয়ের পর প্রথম দশের মেধাতালিকায় ১৮ জন বেড়েছেন। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন জানান, ‘২০২২-এর মাধ্যমিকের স্ক্রুটিনি (Madhyamik Scrutiny) ও রিভিউয়ের পরের ফল মঙ্গলবার দুপুর ৩টে থেকে বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পর্ষদকে প্রায় এক লক্ষ পাঁচ হাজার খাতা স্ক্রুটিনি করতে হয়েছিল। তবে যাঁরা রিভিউয়ের জন্য আবেদন করেছিলেন তাঁদের মধ্যে ৯১.২৬ শতাংশের ফলে কোনও পরিবর্তন হয়নি।’