পানীয় জল

তিনি জানিয়েছেন, প্রকল্প ঘোষণা করার সময়ে দেশের ৩.২৩ কোটি পরিবারের বাড়িতে ট্যাপ কলের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা ছিল।

Must read

নয়াদিল্লি : জাতীয় জল (water) জীবন মিশন (mission) প্রকল্পে এখনও পর্যন্ত মাত্র ৬.৬৫ কোটি পরিবারের বাড়িতে ট্যাপ কলের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। তৃণমল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নর জবাবে জানালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।

আরও পড়ুন-জঙ্গলের অধিকার বিধি সংশোধন

তিনি জানিয়েছেন, প্রকল্প ঘোষণা করার সময়ে দেশের ৩.২৩ কোটি পরিবারের বাড়িতে ট্যাপ কলের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা ছিল। প্রহ্লাদ সিং প্যাটেল জানিয়েছেন, ২০২২-’২৩ অর্থবর্ষে ৪.৮ কোটি পরিবারের বাড়িতে ট্যাপ কলের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।

Latest article