প্রতিবেদন : করোনার সংক্রমণ আবার বাড়ছে। শুক্রবারের পর শনিবারও দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের উপরেই রইল। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৮ জন। এই নিয়ে টানা তিনদিন দৈনিক সংক্রমণ (Coronavirus) ২০ হাজারের উপরেই রইল। দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৬ জন। ফলে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ২৬ হাজার ৩১২ জন। শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০৯৫৮ জন। সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ। এরই মধ্যে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট নতুন করে দাপট দেখাতে শুরু করেছে। আক্রান্তের সংখ্যা যথারীতি সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। পাশাপাশি কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্নাটকের মতো রাজ্যগুলির করোনা পরিস্থিতিও ষথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্যমন্ত্রক।
আরও পড়ুন: নুডলস খেয়ে মৃত্যু