প্রতিবেদন : একটি মিউজিক ভিডিও শুটিংয়ের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় বন্দুক দেখিয়ে আটক করা হল আট মডেলকে। তারপর উদ্যত বন্দুকের নলের সামনে গণধর্ষণ করা হল তাদের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে (Gangrape in South Africa Johannesburg)। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশের পুলিশমন্ত্রী ভেকি সেলে জানিয়েছেন, বৃহস্পতিবারের এই নারকীয় ঘটনায় সন্দেহভাজন কুড়িজন দুষ্কৃতীর মধ্যে এখনও পর্যন্ত তিনজন গ্রেফতার হয়েছে। বাকিদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চলছে। অভিযুক্তরা কেউই রেহাই পাবে না। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দেশের প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি এই ঘটনার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন।
আরও পড়ুন: পিছিয়ে সুনক, বাড়ছে লিজার জয়ের সম্ভাবনা
পুলিশ জানিয়েছে, কুগার্সডর্প নামের এক ছোট শহরে একটি মিউজিক ভিডিও শুটিংয়ের প্রস্তুতি চলছিল। শুটিং ফ্লোরে কলাকুশলীরা সবেমাত্র আসতে শুরু করেছেন। ঠিক সেই সময় বন্দুক হাতে কয়েকজন যুবক সেখানে চড়াও হয়। বন্দুকবাজরা বন্দুক দেখিয়ে শুটিংয়ে আসা আট মডেলকে গণধর্ষণ করে বলে অভিযোগ। বন্দুকের ভয়ে কেউই তাদের বাধা দিতে সাহস পায়নি। পুলিশ আরও জানিয়েছে, এক মডেলকে ১০ জন এবং অপর একজনকে ৮ জন বন্দুকবাজ ধর্ষণ করেছে। তবে অত্যাচার এখানেই শেষ হয়নি। ধর্ষণের পর বন্দুকবাজরা সেটে আসা কলাকুশলীদের নগ্ন করে তাঁদের সর্বস্ব কেড়ে নেয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অভিযুক্তরা বেআইনি অনুপ্রবেশকারী। তারা কেউই দক্ষিণ আফ্রিকার নাগরিক নয়। এ ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন নির্যাতিতারা (Gangrape in South Africa Johannesburg)।