শনিবার বার্মিংহাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) চোটের কারণে সোনার পদক হাতছাড়া হয়েছে সঙ্কেত সারগারের (Sanket Sargar)। কমনওয়েলথ গেমসে ছেলেদের ৫৫ কেজি বিভাগে স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভারোত্তোলেন সঙ্কেত। ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১৩৫ কেজি ভার তোলেন। ৫৫ কেজি বিভাগে সঙ্কেত সারগারের রুপো জয়ের পরে ছেলেদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছন ভারতের গুরুরাজা পূজারি। ভারোত্তোলক সঙ্কেত সরগরকে রৌপ্য জয়ের জন্য, গুরুরাজা পূজারিকে ব্রোঞ্জ জেতার জন্য টুইট করে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
আরও পড়ুন: ‘রাজস্থানি এবং গুজরাতিরা না থাকলে মুম্বই বাণিজ্যনগরী হত না’
টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারোত্তোলক সঙ্কেত সরগরকে রুপো জয়ের জন্য, গুরুরাজা পূজারিকে ব্রোঞ্জ জেতার জন্য আন্তরিক অভিনন্দন৷ তারা দুজনই গোটা জাতিকে গর্বিত করেছেন।”
Heartiest congratulations to weightlifter Sanket Sargar for winning silver, India's first medal at the Commonwealth Games 2022, and to Gururaja Poojary for bronze. Both of them have made the entire nation proud. Feeling inspired.
— Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2022