প্রতিবেদন : রাজ্যের সচিবালয় নবান্নের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে মেট্রো রেলের আদলে প্রবেশ দ্বারে স্মার্ট গেট (Smart Gate in Nabanna) বসানো হচ্ছে। মেট্রো স্টেশনে প্রবেশের জন্য যেমন বিশেষ কার্ড বা কুপন লাগে, একই ভাবে নবান্নের ক্ষেত্রেও সেই প্রযুক্তি ব্যবহার করা হবে। এবার থেকে নবান্নে ঢুকতে গেলে কর্মীদেরও বিশেষ কার্ড ব্যবহার করতে হবে, যার মাধ্যমে তাঁরা ভিতরে প্রবেশ করতে পারবেন। জানা গিয়েছে, পূর্ত দফতরের সিভিল বিভাগ এবং তথ্য প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে এই স্মার্ট গেট বসানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই নবান্নে প্রবেশের পেছনের দরজায় জোরকদমে গেট (Smart Gate in Nabanna) বসানোর কাজ চলছে। খুব শীঘ্রই সেই কাজ সম্পূর্ণ হবে। আগে নবান্নে প্রবেশ দ্বারগুলোতে বায়োমেট্রিক মেশিন বসানো থাকত। কর্মীরা সেখানে আঙুলের ছাপ দিয়ে অফিসে ঢুকতেন। সেই ব্যবস্থার পাশপাশি এবার থেকে স্মার্ট গেট ব্যবহার করা হবে। নবান্নে নিয়মিত আসেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এখানেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও অন্যান্য শীর্ষ আমলাদের দফতর।
আরও পড়ুন: জলের সমস্যা মেটাতে ৪০০ কোটির প্রকল্প