নয়াদিল্লি, ৩১ জুলাই : এবার বিরাট কোহলির (Virat Kohli) হয়ে ব্যাট ধরলেন অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)। প্রাক্তন অস্ট্রেলীয় কিপার-ব্যাটারের সাফ কথা, প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারেই ব্যাডপ্যাচ আসে। বিরাট যে মানের খেলোয়াড়, তাতে এত তাড়াতাড়ি তাঁকে বাতিলের ঝুড়িতে ফেলা দেওয়া যাবে না। দীর্ঘদিন বিরাটের ব্যাটে কোনও বড় রান নেই। কিং কোহলির শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছিল বছর তিনেক আগে। ইডেনে গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে। এদিকে, সামনেই টি-২০ বিশ্বকাপ। ফলে বিরাটের অফ ফর্ম নিয়ে রীতিমতো চিন্তায় ভারতীয় ক্রিকেট মহল। গিলক্রিস্ট যদিও বলছেন, ‘‘সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখা নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। কিন্তু বিরাট আলাদা জাতের ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে যতগুলো সেঞ্চুরি করেছে, যেভাবে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে, বিশেষভাবে রান তাড়া করে। তাতে ও নিজের মান অনেক উঁচুতে নিয়ে গিয়েছে।’’ গিলক্রিস্ট (Virat Kohli- Adam Gilchrist) আরও বলেন, ‘‘এটা ঘটনা বিরাট অনেকদিন বড় রানের ইনিংস খেলেনি। তবে এমন খারাপ সময় সবার কেরিয়ারেরই আসে। আমি নিশ্চিত ওর ব্যাট থেকে খুব তাড়াতাড়ি বড় রান আসতে চলেছে। ওর মতো সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটারকে বাতিল করা বড় ভুল হবে।’’