নয়াদিল্লি : পরিকল্পনামতোই বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহের প্রথম দিনে গুজরাত ইস্যু (Gujarat Issue) নিয়ে রাজ্যসভায় বিক্ষোভ দেখাল তৃণমূল (TMC) সহ বিরোধীরা। মোদি-শাহের খাসতালুক গুজরাতের গ্রামোন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে এক মহিলাকে পাঁচ বছর ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দেশের মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলল বিরোধী শিবির। সভা শুরুর আগে হাতে প্ল্যাকার্ড নিয়ে সংসদ ভবনের ১০ নম্বর গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার পাঁচ সাংসদ। রাজ্যসভার সাংসদ দোলা সেন, ডাঃ শান্তনু সেন, সুস্মিতা দেব, আবিররঞ্জন বিশ্বাস, মৌসম বেনজির নুর এবং লোকসভার তরফে অপরূপা পোদ্দার এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। তৃণমূল সূত্রের দাবি, রাজ্যসভার মধ্যে বিষয়টি তুলতে দেওয়া হবে না জেনেই গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পোস্টারে লেখা ছিল, ‘মিস্টার মোদি গুজরাতের (Gujarat Issue) মহিলাদের বিরুদ্ধে অপরাধ বন্ধ করুন।’ এবং ‘মহিলাদের বিরুদ্ধে অপরাধ মানে মানবতার বিরুদ্ধে অপরাধ’। সংসদ ভবনের সামনে সাংবাদিক সম্মেলন করেন বিক্ষোভরত সাংসদরা।
আরও পড়ুন: কাঁচা বেগুনে কামড়, লোকসভায় প্রতিবাদ কাকলির