প্রতিবেদন : আগামী বছরেই রাজ্যে চলে আসছে পরিবেশবান্ধব প্রায় বারোশো ই-বাস (E-Bus)। দূষণমুক্ত শহর এবং পরিবেশবান্ধব রাজ্য গড়তে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই লক্ষ্যেই রাস্তায় আরও ই-বাস নামাতে চলেছে পরিবহণ দফতর। বুধবার এমনই পরিকল্পনার কথা জানালেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, আগামী আট বছর পর থেকে রাজ্যে শুধুই ই-বাস থাকবে। বুধবার মধ্য কলকাতার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পাশাপাশি দূষণের হাত থেকে কলকাতা শহর এবং রাজ্যকে বাঁচাতে ইলেকট্রিক বাস (E-Bus) চালুর পরিকল্পনার কথাও বিস্তারিত ভাবে জানান তিনি। এই লক্ষ্যে এদিন কনভার্জেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেডের সঙ্গে এক চুক্তি করল রাজ্যের পরিবহণ দফতর।
আরও পড়ুন: তৃণমূল সাংসদের কাছে মোদির ভাই