হাওড়ার অচিন্ত্য শিউলির পর আবারও পশ্চিমবঙ্গ পেল কমনওয়েলথ গেমসের পদক। সৌরভ ঘোষালের (Sourav Ghoshal) হাত ধরেই স্কোয়াশ সিঙ্গলসে প্রথম কমনওলেথ গেমস (Commonwealth Games 2022) পদক পেল ভারত। বুধবার স্কোয়াসের মেনস সিঙ্গলসের ব্রোঞ্জ মেডেল ম্যাচে ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে হারিয়ে দেন সৌরভ। ফলে চলতি বার্মিংহাম কমনওয়েলথ গেমসের স্কোয়াশ থেকে প্রথম পদক জিতল ভারত। সৌরভের ব্রোঞ্জ জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
আরও পড়ুন: তৃণমূল সাংসদের কাছে মোদির ভাই
টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের সবার জন্য আরেকটি গর্বের মুহূর্ত, “পশ্চিমবঙ্গের সৌরভ ঘোষাল কমনওয়েলথ গেমস ২০২২-এ স্কোয়াশে ব্রোঞ্জ পদক জিতেছেন। তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনার সাফল্য দেশের অগণিত মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতের প্রচেষ্টার জন্য অংশ দ্য বেস্ট!”
Another proud moment for all of us as Saurav Ghosal from West Bengal wins the bronze medal in squash at CWG, 2022.
Heartfelt congratulations to him. Your success will be an inspiration to countless others in the country. All the best for your future endeavours!
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2022
স্কোয়াশে ইংরেজদের হারানো খুব একটা সহজ কাজ নয়। তার উপর ইংল্যান্ডের মাটিতে জিতে আসা মোটেই সহজ কথা নয়। সেই অসাধ্যসাধন করলেন সৌরভ ঘোষাল। পদক জয়ের পর সৌরভ (Sourav Ghoshal) বলেন, “পরিকল্পনা অনুযায়ী খেলে পদক জিতলাম। সিঙ্গলসে পদক জয় নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার।”