সংবাদদাতা, বীরভূম : রেলের ঢিমেতালে কাজ নিয়ে সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। জানালেন, ‘সিউড়ি হাটজন বাজারের ওভারব্রিজ, দুবরাজপুর রেলস্টেশনের পাশের রাস্তা, সাঁইথিয়ার রাস্তা ও সেতু, নলহাটির লেভেল ক্রসিং সমস্যা নিয়ে বারবার জানিয়েও কাজ হয়নি। হাটজন বাজারের রেলওয়ে ওভারব্রিজের কাজ নিয়ে গত সেশনেও আমি সংসদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তিন বছর ঢিমেতালে কাজ চলার পর কাজে নিযুক্ত কন্ট্রাক্টর সরিয়ে দেওয়া হয়। কিন্তু ছ মাস হয়ে গেল, নতুন টেন্ডার ডেকে কাজ শুরু হয়নি। অথচ ওখানে জবরদখল নেই! কিছুটা কাজ হওয়ার পর বন্ধ হওয়ায় সমস্যায় পড়ছে সবাই। হচ্ছে ট্রাফিক জ্যাম। বাড়ছে দুর্ঘটনা।’
আরও পড়ুন-দিনদুপুরে হাঁসুয়ার কোপে তৃণমূল নেতাকে খুনের চেষ্টা, হাতেনাতে ধৃত বিজেপি নেতা
তিনি আরো বলেন, ‘একইভাবে দুবরাজপুর, সাঁইথিয়া ও নলহাটিতে কাজ শুরু না হওয়ায় মানুষের কষ্টের অন্ত নেই। ২০০৯ থেকে নলহাটি লেবেল ক্রসিং নিয়ে বলে আসছি। যতবার রেল মন্ত্রকে মন্ত্রিত্বের পরিবর্তন ঘটেছে, চার-পাঁচবার করে প্রপোজাল পাঠিয়েছি। সব জায়গায় আমার ফাইল পাবেন। পাঁচ বছর, দশ বছর, বারো বছর ধরে যদি শুধু প্রস্তাবই পাঠিয়ে যেতে হয়, রেল এতটুকু না হেলে, তাহলে সাংসদ কী করবে?’