ইরানের (Iran) একটি আইসক্রিম সংস্থার বিজ্ঞাপনে এক মহিলাকে (women) দেখানো হয়েছিল। এ ঘটনায় কট্টরপন্থীদের রোষের মুখে পড়েছে বিজ্ঞাপনটি। ঘটনার জেরে যে কোনও ধরনের বিজ্ঞাপনে মহিলাদের অভিনয় করার উপর নিষেধাজ্ঞা জারি করল ইরানের সংস্কৃতি মন্ত্রক। বিজ্ঞাপনী সংস্থাগুলিকে চিঠি লিখে এই নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-জারি জরুরি অবস্থা
ডমিনোর ওই আইসক্রিমের বিজ্ঞাপনটি নিয়ে প্রথম থেকেই নিয়ে জলঘোলা শুরু হয় ইরানে। ডমিনোর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য ইসলামীয় ধর্মগুরুরা আদেশ দিয়েছেন সরকারি আধিকারিকদের। এরপরেই সরকার বিজ্ঞাপনটিকে শালীনতা লঙ্ঘনকারী এবং মহিলাদের মূল্যবোধের পক্ষে অবমাননাকর বলে ঘোষণা করেছে। কোনওরকম বিজ্ঞাপনেই মহিলারা অভিনয় করতে পারবেন না বলেও জানানো হয়েছে।