প্রতিবেদন : ২৭ বছরে সর্বোচ্চ হারে সুদ বৃদ্ধির কথা ঘোষণা করল ব্যাঙ্ক অফ ইংল্যান্ড। সুদ বাড়লে মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। তা জানার পরেও বৃহস্পতিবার ব্যাঙ্কের তরফে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের এই ঘোষণায় সুদের হার ১.২৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১.৭৫ শতাংশ। যা এখনও অবধি সর্বোচ্চ। সম্প্রতি একটি সমীক্ষায় অর্থনীতিবিদদের অধিকাংশই জানিয়েছিলেন, তাঁরা ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি আশঙ্কা করছেন। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির পথেই হেঁটেছে।
আরও পড়ুন-বিজ্ঞাপনে নারী নয়
সুদের হার বাড়ানো হলেও ব্যাঙ্ক অফ ইংল্যান্ড সতর্কবার্তায় জানিয়েছে, ১৯৯০ সালে মতো মূল্যবৃদ্ধির মুখোমুখি হতে পারে দেশ। তবে ২০০৮-০৯ সালের মন্দার মতো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না। জুন মাসে ব্রিটেনে মূল্যবৃদ্ধি বেড়ে ৯.৪ শতাংশ হয়। যা ৪০ বছরের মধ্য নতুন রেকর্ড। যা ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ২ শতাংশ লক্ষ্যমাত্রার ৪ গুণেরও বেশি। বরিস জনসনের পর যিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, তাঁকে নিশ্চিতভাবেই এই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কিছুদিন আগে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড জানিয়েছিল, মূল্যবৃদ্ধি ১১ শতাংশে পৌঁছতে পারে। ২০২৫ সালের মধ্যে ব্রিটেনের অর্থনীতিতে বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। তবে নতুন সমীক্ষায় ব্যাঙ্ক অফ ইংল্যান্ড জানিয়েছে, আগামী ২ বছরে মূল্যবৃদ্ধি ২ শতাংশে নেমে আসতে পারে।