প্রতিবেদন : তাইওয়ানকে ঘিরে চিন যে সামরিক মহড়া শুরু করেছে অবিলম্বে তা বন্ধ করতে হবে। শুক্রবার বেজিংকে এই কড়া বার্তা দিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বৃহস্পতিবারই জাপানের সমুদ্রে পাঁচটি চিনা মিসাইল আছড়ে পড়েছিল। ওই ঘটনার কড়া নিন্দা করেছে জাপান। তাইওয়ান থেকে জাপানে গিয়েছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। শুক্রবার পেলোসির সঙ্গে বৈঠক করেন জাপ প্রধানমন্ত্রী।
আরও পড়ুন-সম্মতি দরকার জানাল কেন্দ্র
তারপরই কিশিদা বলেনন, অবিলম্বে তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া বন্ধ করতে হবে চিনকে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কিশিদা বলেন, চিনের আচরণে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। চিনের আগ্রাসী নীতি আঞ্চলিক স্থিতাবস্থায় প্রভাব ফেলছে। তাই মার্কিন স্পিকারের কাছে অনুরোধ চিনের সামরিক মহড়া বন্ধ করতে সকলকেই উদ্যোগী হতে হবে। এদিনও তাইওয়ানকে ঘিরে মহড়া চালায় লালফৌজ।
আরও পড়ুন-২৭ বছরে সুদের হার সর্বোচ্চ বৃদ্ধি করল ব্যাঙ্ক অফ ইংল্যান্ড
বৃহস্পতিবার নিছকই লক্ষ্যভ্রষ্ট হয়ে জাপানের সমুদ্রে মিসাইলগুলি পড়েছে নাকি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে, তা নিয়ে আলোচনা চলছে। জাপানের সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, আছড়ে পড়া মিসাইলের মধ্যে চারটি তাইওয়ান ভূখণ্ডের উপর দিয়ে উড়ে এসেছে। এ ঘটনায় বেজিংয়ের তীব্র নিন্দা করেছেন জাপানের বিদেশমন্ত্রী নোবুও কিশি। তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তায় আঘাত হেনেছে চিন। কূটনৈতিকভাবেই এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হবে। ২৫ বছর পর তাইওয়ান সফরে গিয়েছিলেন মার্কিন স্পিকার। পেলোসির ওই সফরে তাদের সার্বভৌমত্বে আঘাত লেগেছে বলে বেজিংয়ের দাবি।