প্রতিবেদন : বিহারে নাকি মদ নিষিদ্ধ! কিন্তু সেই মদ নিষিদ্ধ রাজ্যেই একের পর এক বিষমদে (Illicit liquor in Bihar) মৃত্যুর ঘটনা সামনে আসছে। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে প্রশাসনিক নজরদারি। বিষমদ (Illicit liquor in Bihar) খেয়ে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি ১৫ জন। অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয় মেকার থানার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে মুখরক্ষার চেষ্টা করছে নীতীশ কুমার সরকার। মঙ্গলবার ছিল নাগপঞ্চমী। ওই ধর্মীয় উৎসব উপলক্ষে বহু মানুষ মদ্যপান করেছিলেন। যার জেরে বৃহস্পতিবার থেকে বিহারের সারন জেলার ফুলওয়ারিয়ায় বিষমদে মৃত্যু মিছিল শুরু হয়। অসুস্থদের প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থানান্তরিত করা হয়। ২০১৬ সালের এপ্রিল মাসে বিহারে মদ নিষিদ্ধ করে নীতীশ সরকার। তার পরেও কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে মদের কারবার চলছে তা নিয়ে প্রশ্ন উঠছে। একের পর এক এ ধরনের ঘটনায় বিজেপি-জেডিইউ জোট সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা।
আরও পড়ুন: দাম বাড়ল পেট্রোলের