প্রতিবেদন : শনিবার দেশে ফিরেই রাজকীয় সংবর্ধনা পেলেন কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সোনাজয়ী মীরাবাঈ চানু, বাংলার অচিন্ত্য শিউলি-সহ ভারতীয় ভারোত্তোলন দল। অমৃতসর বিমানবন্দরে চানু-অচিন্ত্যদের ফুল-মালায় বরণ করে নেওয়া হল। বিমানবন্দর থেকে সোজা পাতিয়ালার জাতীয় শিবিরে যান কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় ভারোত্তোলক দল। সেখানেও অচিন্ত্যদের সংবর্ধনা দেওয়া হয় সাই-এর তরফে।
ব্যস্ততার মধ্যেও ফোনে অচিন্ত্য বললেন, তিনি সোমবার রাতে কলকাতায় ফিরছেন। বিমানবন্দর থেকে যাবেন হাওড়ার দেউলপুরের বাড়িতে। একদিন বাড়িতে কাটিয়ে বুধবার দিল্লি উড়ে যাবেন। সেখানে কেন্দ্রীয় সরকার এবং সাইয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। অচিন্ত্য জানালেন, বাড়ি ফিরে মা, দাদার সঙ্গে সময় কাটাতে চান। মায়ের হাতের রান্না খাওয়ার জন্য তর সইছে না।
আরও পড়ুন: শেষ চারে গেলেন সিন্ধু
চানু আবার দেশে ফিরেই রেস্তোরাঁয় ছুটলেন। কমনওয়েলথ (Commonwealth Games 2022) চলাকালীন পছন্দের খাবার খেতে পারেননি। অমৃতসরের রেস্তোরাঁয় ঢুকে মেনু কার্ড দেখেই কড়া চা আর মশলা ধোসা অর্ডার দেন চানু। সাইয়ের পোস্ট করা ভিডিওয় দেখা যায়, রেস্তোরাঁয় ঢুকে এক কাপ চা আর মশলা ধোসার অর্ডার দিচ্ছেন চানু। তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত কোচও।