প্রতিবেদন : রক্তের দাগ ও আতঙ্ক কোনওভাবেই মুছছে না তালিবানের দখলে থাকা আফগানিস্তানে। শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী কাবুল (Blast in Kabul)। এই বিস্ফোরণের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। ভয়াবহ এই জঙ্গি হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।
আরও পড়ুন: বিহারে মাঝগঙ্গায় সিলিন্ডার ফেটে আগুন, মৃত ৫
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় এই হামলা চালানো হয়। কাবুলে (Blast in Kabul) দীর্ঘদিন ধরেই সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের নিশানায় রয়েছে শিয়া সম্প্রদায়। কাবুল পুলিশের প্রধান জানিয়েছেন, রাজধানীর জনবহুল এলাকায় বড় মাপের প্রাণহানির চেষ্টাতেই বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। এক তালিবান নেতা জানিয়েছেন, একটি সবজির গাড়িতে বিস্ফোরক রেখেছিল জঙ্গিরা। এই বিস্ফোরণে আহতদের অনেকেরই অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।