সংবাদদাতা, বারাসত : ২০২৩-এর আসন্ন পঞ্চায়েত ভোট (Panchayat Election) নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। পঞ্চায়েত ভোটকে (Panchayat Election) পাখির চোখ করেছে দল। রবিবার সেই লক্ষ্যেই বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি তথা বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের (MP Kakoli Ghosh Dastidar) ডাকে হয়ে গেল আলোচনাসভা। মধ্যমগ্রামের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই আলোচনাসভায় নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন জেলার দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং রথীন ঘোষ। হাজির ছিলেন দলের নতুন জেলা চেয়ারম্যান তপতী দত্ত, বিধায়কদের মধ্যে তাপস চট্টোপাধ্যায়, রহিমা মণ্ডল, চিরঞ্জিত চক্রবর্তী, বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, জেলার কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, তৃণমূল নেতা সব্যসাচী চক্রবর্তী, মফিদুল হক সাহাজি, গোপাল সাহা, যুব সভাপতি অভিজিৎ নন্দী, গ্রামীণ ও শহর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।
আরও পড়ুন: বাড়ি থেকে এক মহিলা ও তার মেয়েকে টেনে-হিঁচড়ে নির্যাতন করছেন বিজেপি নেতা, সরব তৃণমূল