প্রতিবেদন : উৎসবের মরশুমে মহানগরীকে বিশেষ উপহার দেবে কলকাতা পুরসভা (Kolkata Municipality)। সবুজে মুড়ে দেওয়া বলতে ঠিক যা বোঝায় তা সম্ভব না হলেও অক্টোবরের মধ্যেই ৫০,০০০ গাছ পাচ্ছে কলকাতা। এমন গাছ যা চারা থেকে যা অতি দ্রুত পরিণত হবে বৃক্ষে। দূষণের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম এবং সৌন্দর্যায়নের লক্ষ্যে এই উদ্যোগ পুরসভার উদ্যান বিভাগের। এই সূত্রেই জানা গিয়েছে, বিশেষ কয়েকটি রাস্তা এবং এলাকাকে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে এই প্রকল্পে। প্রচুর যানবাহন, কিন্তু সেই তুলনায় সবুজের সংখ্যা যৎসামান্য— এমন রাস্তা। একইসঙ্গে বৃহৎ নির্মাণ বা রাস্তা প্রসারিত করার মতো অন্য কোনও উন্নয়ন প্রকল্পে প্রচুর গাছ কাটতে হয়েছে এমন সব এলাকা। তাৎপর্যপূর্ণ বিষয়, এবারে শহরে প্রচুর ফলের গাছও বসাবে উদ্যান বিভাগ। পুরসভা (Kolkata Municipality) সূত্রে জানা গিয়েছে, ২৫ হাজার গাছ ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে। জেলা থেকে আরও ২৫,০০০ গাছ আসার প্রতীক্ষা। দেবদারু, অশোক, বকুল, জরুল, নিম, মেহগনির মতো দ্রুত বৃদ্ধি পাওয়া গাছই থাকছে এই তালিকায়। ফলগাছের মধ্যে থাকছে আম, জাম, লিচু, জামরুল, পেয়ারা গাছ। মূলত শহরের বিভিন্ন পার্ক এবং খালের ধারের রাস্তাগুলিকে বেছে নেওয়া হচ্ছে ফলগাছের জন্য। এর অন্যতম লক্ষ্য, নানা প্রজাতির পাখিদের আকৃষ্ট করা। অন্যান্য বৃক্ষের জন্য বাছা হয়েছে, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড, আচার্য জগদীশচন্দ্র বোস রোড, সিআইটি রোড, বেলেঘাটা মেন রোড, আশুতোষ মুখার্জি রোড, রাসবিহারী অ্যাভিনিউয়ের মতো ব্যস্ত রাজপথ। প্রতিটি ক্ষেত্রেই নজর রাখা হচ্ছে, পরিধিতে নয়, উচ্চতায় দ্রুত বাড়বে এমন গাছ লাগানো হচ্ছে কিনা। সেইসঙ্গে গাছের গোড়া এমন শক্ত হতে হবে যাতে ঝড়জলে উপড়ে গিয়ে বিপত্তি না ঘটাতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে এ ব্যাপারে।
আরও পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচন: দলের নির্দেশ অমান্য করায় দুজনকে চিঠি