কাবুল: আফগানিস্তানে গঠিত হচ্ছে ‘ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান’ নামে নতুন সরকার। দেশের সরকারের শীর্ষে বসতে চলেছেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা গনি বরাদর। তবে তালিবান সংগঠনের রাশ থাকছে হিবাতুল্লা আখুনজাদার হাতেই। প্রকাশ্যে না এলেও দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন আখুনজাদাই।
আরও পড়ুন : ‘দিদিকে বলো’র হাস্যকর নকল করে ট্রোলাক্রান্ত বিপ্লব দেব
নতুন সরকারে বরাদর ছাড়াও থাকছেন তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মহম্মদ ইয়াকুব এবং অন্যতম শীর্ষনেতা মহম্মদ আব্বাস স্তানিকজাই। তালিবান জঙ্গি সংগঠনের মধ্যে পাশতুন সম্প্রদায়েরই প্রভাব বেশি। ১৯৯৪ সালে যে চার যুবক মিলে তালিবান সংগঠন গড়ে তোলেন, বরাদর ছিলেন তাঁদের অন্যতম। একসময় তিনি গ্রামে ছাগল চরাতেন। আটের দশকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে লড়াইয়ের সূত্রে জঙ্গি সংগঠনে যুক্ত হন। ২০০১ সালে তালিবান যখন প্রথম দফায় আফগানিস্তানে ক্ষমতা দখল করে, তখন বরাদর ছিলেন উপপ্রতিরক্ষামন্ত্রী। ২০১০ সালে জঙ্গি কার্যকলাপের অভিযোগে পাকিস্তানে ধরা পড়েন। ২০১৮ সালে শান্তিস্থাপনের শর্তে পাক জেল থেকে মুক্তি পান। তালিবানের এক প্রতিনিধি জানান, নতুন সরকারের মাথায় বরাদর থাকলেও সুপ্রিম লিডার হিসাবে সরকারকে নিয়ন্ত্রণ করবেন আখুনজাদা। নতুন মন্ত্রিসভার সদস্যসংখ্যা হতে পারে ২৬। নতুন সরকারে হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি ও মোল্লা ওমরের ছেলে মহম্মদ ইয়াকুবকে বড় দায়িত্ব দেওয়া হবে। সরকারে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন স্তানিকজাই।