সংবাদদাতা, হাওড়া : নিম্নচাপের বৃষ্টির জমা জলে শহরবাসীর সমস্যার সমাধানে আগাম একগুচ্ছ পদক্ষেপ করল হাওড়া কর্পোরেশন ও বালি পুরসভা। মঙ্গলবার থেকে তিনদিন হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিতেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। নিচু এলাকায় যাতে বেশিক্ষণ জল জমে না থাকে তার জন্য সোমবার থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে। শহরের প্রতিটি নিকাশি নালা সাফাইয়ের পাশাপাশি বিভিন্ন এলাকায় আগে থেকেই পাম্প তৈরি রাখা হয়েছে। নিয়মিত নিকাশি নালা সাফাইয়ের সঙ্গেই বিশেষ দল নামিয়ে প্রতিটি ছোটখাটো ড্রেনও পরিষ্কার রাখা হয়েছে। যাতে জমা জল দ্রুত সেখান দিয়ে বেরিয়ে যেতে পারে।
আরও পড়ুন-১৫ অগাস্ট থেকে দার্জিলিং মেল হলদিবাড়ি পর্যন্ত
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের ৬টি নিচু এলাকায় শক্তিশালী পাম্প বসানো হয়েছে। এর মধ্যে বেলগাছিয়া, টিকিয়াপাড়া, নোনাপাড়া, পঞ্চাননতলার মতো এলাকাগুলি উল্লেখযোগ্য। এরই সঙ্গে পর্যাপ্ত পরিমাণ ত্রিপল রাখা হয়েছে। কয়েকটি বাড়ি ও ক্লাব ঘর তৈরি রাখা আছে প্রয়োজনে জলমগ্ন এলাকার মানুষদের সেখানে সাময়িকভাবে তুলে আনার জন্য। পাশাপাশি নিকাশি নালাগুলি পরিষ্কারের পর সেখানে যাতে আর ময়লা না ফেলা হয় সেই উদ্দেশ্যে লিফলেট বিলি করে পুরবাসীদের সচেতন করতে শুরু করেছে হাওড়া কর্পোরেশন। চলছে মাইক প্রচারও।
আরও পড়ুন-নিম্নচাপ শক্তিশালী হচ্ছে বাড়বে বৃষ্টির আরও প্রকোপ
হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘‘বৃষ্টি হলেও জল যাতে দ্রুত নেমে যায় তার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।’’ হাওড়ার পাশাপাশি বালি পুরসভাও একাধিক পদক্ষপ নিয়েছে। খোলা হয়েছে কণ্ট্রোল রুম। এছাড়াও ইর্মাজেন্সি কাজে নিযুক্ত দফতরগুলি ২৪ ঘণ্টা প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি রাখা হয়েছে। এছাড়াও বালির ৬২টি বড় নিকাশি নালার সংস্কার করা হয়েছে। এর ফলে বালিতেও বৃষ্টির জেরে জমা জল দ্রুত নেমে যাবে বলে পুর আধিকারিকরা মনে করছেন।