সংবাদদাতা, কাটোয়া : গঙ্গাদূষণ রোধে নয়া উদ্যোগ তৃণমূল পরিচালিত পূর্ব বর্ধমান জেলা পরিষদের। ভাগীরথী–ঘেঁষা কেতুগ্রামের উদ্ধারণপুরে একটি বিশেষ ধরনের হাইড্রান্ট তৈরি হবে। এর জন্য দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট সীতাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ বিশ্বাস।
আরও পড়ুন-মহিষাদলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নেতাদের দুর্নীতি নিয়ে পোস্টার
তিনি এই নালার বিশেষত্ব জানাতে গিয়ে বললেন, ‘‘এই নালা এমন পদ্ধতিতে তৈরি যে, আপনাআপনিই নোংরা জল শোধন করে গঙ্গায় ফেলবে। নর্দমার মধ্যে থাকা টানেলে আবর্জনা জমা হবে।’’ গঙ্গার ধারে ধারে পঞ্চায়েত এলাকায় এমন ১৬টি হাইড্রান্ট গড়া হবে। কাজ করবে বেঙ্গালুরুর এক বিশেষজ্ঞ সংস্থা। উদ্ধারণপুর গ্রামের বেনেপাড়ায় এই নর্দমা তৈরি হবে। সেখানকার নিকাশি নালাটি একেবারেই বেহাল। সেটি সংস্কার করে পাশেই তৈরি হবে হাইড্রান্টটি। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু বললেন, ‘‘ভাগীরথী জেলার যেসব পঞ্চায়েত এলাকা ছুঁয়ে গিয়েছে, সেইসব এলাকার যেখান যেখান থেকে নোংরা জল সরাসরি নদীতে পড়ছে, সেইসব এলাকাতেই হাইড্রান্ট গড়া হবে।’’