প্রতিবেদন : আজ বুধবার প্রথম ডিভিশন কলকাতা লিগে ফের মাঠে নামছে ডায়মন্ড হারবার এফসি। কিবু ভিকুনার দলের প্রতিপক্ষ সালকিয়া ফ্রেন্ডস। বুধবারের ম্যাচ অনুষ্ঠিত হবে বাটা স্টেডিয়ামে। আগের ম্যাচে হাওড়া ইউনিয়নের বিরুদ্ধে বড় জয় পেয়েছে ডায়মন্ড হারবার। ৪-০ গোলে জিতেছিল দল। জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য কিবুর দলের।
আরও পড়ুন-কারণ জানিয়ে রোগী রেফার
অনুশীলনীর বিরুদ্ধে পয়েন্ট নষ্ট হওয়ার পর হাওড়া ইউনিয়নের বিরুদ্ধে ছন্দ ফিরে পেয়েছে দল। তাই সালকিয়ার বিরুদ্ধে দলে খুব একটা বদল চাইছেন না কিবু। তবে প্রথম একাদশে একটি পরিবর্তন করতেই হবে ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচকে। গোড়ালিতে চোট পেয়ে খেলতে পারবেন না স্টপার বিক্রমজিত সিং। তাঁর জায়গায় শুরু করতে পারেন সন্দীপ পাত্র। আক্রমণভাগে সফিক আলি গায়েন এবং অনন্ত মুরলীকে রেখেই শুরুতে গোল তুলে নেওয়ার লক্ষ্য থাকবে কিবুর। দু’জনেই গোলের মধ্যে রয়েছেন।
আরও পড়ুন-সংবর্ধনার জোয়ারেও লক্ষ্যে স্থির অচিন্ত্য
ডায়মন্ড হারবার শিবিরে একটাই চিন্তা জল-কাদার বাটা মাঠ। কিবুর ছেলেদের পাসিং ফুটবলে সমস্যা হবে বর্ষার মাঠে। সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল বলছেন, ‘কলকাতার অনেক মাঠের থেকে বাটা মাঠ ভাল। কিন্তু ওখানে নিকাশি ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টিতে জল জমে গেলে সমস্যা হবে। তাই চিন্তা একটা আছেই। সেই কারণেই লিগে সব প্রতিপক্ষকে গুরুত্ব দিতে হবে।’