অগাস্টে হচ্ছে না ইউজিসি নেটের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছেন, ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে। জুলাই মাসে ইউজিসি নেটের প্রথম পর্যায়ের পরীক্ষা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হওয়ার কথা ছিল ১২, ১৩ এবং ১৪ অগাস্ট।
আরও পড়ুন-আজ আবার কিবুর দলের ম্যাচ
মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। এই পরীক্ষা অগাস্টে হওয়ার কথা ছিল। কিন্তু এবার ইউজিসি নেটের ২০২১ সালের ডিসেম্বর এবং ২০২২ সালের জুন সেশনের পরীক্ষা ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হবে। পরীক্ষা হবে মোট ৬৪টি বিষয়ের। অতিমারি পর্ব কাটিয়ে ২০২১ সালের ডিসেম্বরের সেশন এবং ২০২২ সালের জুনের সেশনের পরীক্ষা এবার একসঙ্গে হচ্ছে।