প্রতিবেদন: হিউকোর উদ্যোগে নিউটাউনের বিশ্ব বাংলা গেটের সামনে একটি নতুন সাবওয়ে চালু হল। সাবওয়ের দেওয়াল জুড়ে ম্যুরাল আঁকা। সেখানে কলকাতার বেশকিছু ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুন- শবর পিতার সমাজসেবার স্বীকৃতি টেক্সাসের স্কুলে
সাবওয়ের উদ্বোধন করেন হিউকোর চেয়ারম্যান ও মন্ত্রী ফিরহাদ হাকিম। নিউটাউনের প্রধান রাস্তা বিশ্ব বাংলা সরণির অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল জায়গা হল নারকেল বাগান মোড়। এই মোড়ে চার দিক থেকে মোট আটটি লেন যুক্ত হয়েছে। রাস্তা চওড়া হওয়ায় এখানে গাড়ির গতি স্বাভাবিক ভাবেই বেশি।
দুর্ঘটনার কবল থেকে পথচারীদের বাঁচাতে চারটি সাবওয়ে তৈরির পরিকল্পনা করে হিডকো। এখানে এক জোড়া করে এসকেলেটার রয়েছে।