সংবাদদাতা, দুর্গাপুর : রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতরের পক্ষ থেকে আয়োজন করা হয় দু’দিনের ‘জব ফেয়ার’ (job fair)। মুচিপাড়ায় ‘আইটিআই’-এ আয়োজিত ওই কর্মসংস্থান সংক্রান্ত মেলায় বিভিন্ন শিল্প সংস্থার পক্ষ থেকে স্টল দেওয়া হয়। মূলত আইটিআই ও পলিটেকনিক কলেজ থেকে পাশ করা পড়ুয়ারা ছাড়াও ‘উৎকর্ষ বাংলা’ থেকে প্রশিক্ষণপ্রাপ্তরাই এই জব ফেয়ারে চাকরির জন্য আবেদন করেন।
আরও পড়ুন-পেঁয়াজ উৎপাদনে উন্নত বীজ দেবে রাজ্য
সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। দু’দিনের এই মেলার প্রথম দিনেই আট হাজারের বেশি কর্মপ্রার্থী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ আয়োজিত জব ফেয়ারের মাধ্যমে ২,৬৭০ জন কর্মপ্রার্থী চাকরি পেয়েছিলেন ।