সংবাদদাতা, শিলিগুড়ি : পাহাড়ের উন্নয়নে জিটিএকেই সামনে রাখছে রাজ্যসরকার। জিটিএ শপথ গ্রহণের পর পরই পাহাড়ের পাঁচজনকে সদস্য হিসেবে মনোনীত করল রাজ্য সরকার। মোট ৪৫টি আসনের নির্বাচন হলেও পাঁচ জনকে মনোনীত করেছে রাজ্য সরকার। জিটিএ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছেন অনিত থাপা। পাঁচটি আসনে জয়ী হয়েছে তৃণমূলের পাঁচজন প্রার্থী।
আরও পড়ুন-দুর্গাপুরে জব ফেয়ার ঘিরে প্রবল উৎসাহ
তবে জিটিএতে যে পাঁচ জনকে মনোনীত করা হয়েছে প্রত্যেকের নামই রাজ্য সরকারের কাছে পাঠিয়েছিলেন জিটিএর চিফ এক্সিকিউটিভ অফিসার অনিত থাপা। সেই অনুসারেই তাঁর দল বিজিপিএমের কালিম্পঙের টাউন সভাপতি চন্দ্র বাহাদুর গুরুংয়ের নাম রয়েছে মনোনীত সদস্যদের মধ্যে। এছাড়াও নাম রয়েছে বিনীতা খাম্বুর। তিনি দার্জিলিংয়ের বিজেপিএমের নারী মোর্চার সভানেত্রী। অন্যদিকে, কার্শিয়াং মহাকুমার বিজেপিএম যুব মোর্চার থেকেও জিটিএর মনোনীত সদস্য হিসেবে নাম রয়েছে প্রণম রাসেইলি। এছাড়াও মিরিক থেকে জিটিএ-তে জায়গা করে নিয়েছেন মাইনরিটি সেলের সদস্য নাফিজুল হক। এ-ছাড়াও জিপিএতে মনোনীত সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন কালিম্পংয়ের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক পাল তেসিরিং সিমিক।