প্রতিবেদন : সাঁতরাগাছি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি তার সংস্কারসাধন করা হবে। পুজোর পরেই এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র ২ বা ৪ চাকার ছোট গাড়ি এবং যাত্রীবাহী বাস চালানো হবে এই সেতু দিয়ে। পণ্যবাহী ভারী যানবাহন আন্দুল রোড, মাকড়দহ রোড ও নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে চালানো হবে। পুজোর পরেই সাঁতরাগাছি সেতুর একটি লেন বন্ধ করে এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। হবে তার সংস্কারের কাজও যা সম্পূর্ণ হতে ২-৩ মাস সময় লাগবে।
আরও পড়ুন-পাহাড়ে তৈরি উন্নয়নের ব্লু প্রিন্ট
৫-৬ বছর বাদে নবান্ন থেকে অঙ্কুরহাটি পর্যন্ত উড়ালপুল নির্মাণ ও চালু হয়ে যাওয়ার পরে এই সেতু দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন চালানো হতে পারে বা সেতুটি পুরো ভেঙে ফেলা হতে পারে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকারের তরফেও সাঁতরাগাছি সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য রেলকে বলা হয়েছিল। কিন্তু রেল সেই আবেদনে এখনও কর্ণপাত করেনি। এদিকে এই সেতুর দুর্বল অবস্থা ও পর্যাপ্ত চওড়া না থাকার কারণে রাজ্য সরকার কোনা এক্সপ্রেসওয়ের ওপরে নবান্ন থেকে অঙ্কুরহাটি পর্যন্ত একটি উড়ালপুল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। সেই সেতু নির্মাণের কাজ পুজোর পরে পরেই শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই সেতু নির্মাণ ও চালু হতে আরও ২-৩ বছর সময় লাগবে। তাই আরও অন্তত ২-৩ বছর সাঁতরাগাছি সেতু দিয়ে যানবাহন যাতে চালানো যায় তার ব্যবস্থা বজায় রাখতে চাইছে রাজ্য সরকার।