প্রতিবেদন : নতুন সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে চূড়ান্ত তৎপরতা চালাচ্ছেন জেডিইউ-আরজেডির শীর্ষ নেতৃত্ব। নীতীশ কুমার নতুন করে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই জানিয়েছেন, ২৪ অগাস্ট বিহার বিধানসভায় দু’দিনের বিশেষ অধিবেশন বসবে। সেখানেই তিনি ২৫ অগাস্ট তাঁর সরকারের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন। নতুন করে সরকার গঠনের পরই বিধানসভার অধিবেশন ডাকার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মহাজোটের বিধায়ক সংখ্যা নিয়ে নিশ্চিতভাবেই কোনও জটিলতা নেই।
আরও পড়ুন-এখনই লোকসভা ভোট হলে বিহারে ধরাশায়ী হবে এনডিএ
কিন্তু অনিশ্চয়তা না থাকলেও কোনও ঝুঁকি নিতে নারাজ নীতীশ। বিধানসভার বিশেষ অধিবেশনে আস্থা ভোট নেওয়া হলে মহাজোট সরকারের কোনও সমস্যা হওয়ার কথা নয়। কারণ ২৪৩ সদস্যের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। সেখানে জেডিইউ-আরজেডি- কংগ্রেস- বাম জোটের বিধায়ক সংখ্যা এই মুহূর্তে ১৬৪। ২৫ অগাস্ট আস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগে নীতীশ কুমার চাইছেন, বর্তমান স্পিকারকে সরিয়ে নতুন কাউকে স্পিকার পদে মনোনীত করতে। কিন্তু রাজনৈতিক মহল মনে করছে, নীতীশ সরিয়ে দেওয়ার আগেই অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করতে পারেন বিজয় কুমার সিনহা।