প্রতিবেদন : ফের সামনে এল নরেন্দ্র মোদি সরকারের এক জনবিরোধী নীতি। এবার বাণিজ্যিক বাড়ি ভাড়া নিতে গেলেও দিতে হবে জিএসটি। কেন্দ্রীয় সরকার জিএসটি আদায়ের যে নতুন নিয়ম ১৮ জুলাই থেকে চালু করেছে, সেই খসড়া অনুযায়ী বাড়ি ভাড়াতেও ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। তবে সাধারণ ভাড়াটেদের এই নতুন নিয়ম মানতে হবে না। শুধুমাত্র পেশাগত কারণে জিএসটির আওতায় নথিভুক্ত ব্যবসায়ীদেরই এই অতিরিক্ত জিএসটি দিতে হবে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার সম্প্রতি চিঁড়ে, মুড়ির মতো বেশ কিছু সাধারণ পণ্যে অতিরিক্ত কর বসিয়েছে। মোদি সরকারের এই জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-রাজ্যে রাজ্যে জাতীয় পতাকা কিনতে বাধ্য করছে বিজেপি
এতদিন কেবল ব্যবসার জন্য কোনও অফিস বা জায়গা ভাড়া নিলে কর দিতে হত। বাস করার জন্য সম্পত্তি ভাড়া নিলে তাতে কর দিতে হত না। কিন্তু নতুন নিয়ম অনুসারে, যে সমস্ত ভাড়াটিয়া জিএসটির আওতাভুক্ত তাঁদের ১৮ শতাংশ হারে জিএসটি দিতে হবে। তাঁরা এই করের ভিত্তিতে রিটার্নও ফাইল করতে পারবেন। তবে বাড়ির মালিককে বাড়ি ভাড়া দেওয়ার জন্য কোনও কর দিতে হবে না। কেন্দ্রের ঘোষিত নিয়ম অনুযায়ী, যাঁরা ব্যবসার বা নিজেদের পেশার কারণে জিএসটির আওতায় নথিভুক্ত অর্থাৎ যাঁদের নিজস্ব জিএসটি নম্বর আছে, তাঁরা বাণিজ্যিক কারণে বাড়ি ভাড়া নিলে সেই ভাড়ার উপরও ১৮ শতাংশ হারে জিএসটি দেবেন।
আরও পড়ুন-আলিপুর জেলে স্বাধীনতার ইতিহাস
আগের নিয়মে কেউ যদি ব্যবসার কারণে অফিস বা বাড়ি বা দোকান ভাড়া নিতেন সেক্ষেত্রে তাঁদের জিএসটি দিতে হত। কিন্তু যেসব জিএসটি নথিভুক্ত ব্যবসায়ী বাড়ি থেকে পরিষেবা দিতেন তাঁদের বাড়িভাড়ার জন্য আলাদা করে জিএসটি দিতে হত না। এবার সেটাও দিতে হবে। তবে এই নতুন নিয়মে চাকরিজীবী বা জিএসটিতে নথিভুক্ত নন এমন কোনও ব্যক্তির উদ্বেগের কোনও কারণ নেই। কারণ এই সমস্ত ব্যক্তিরা যদি পেশার কারণে কোথাও বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিয়েও থাকেন, তাতে অতিরিক্ত এই জিএসটি দিতে হবে না।